অস্ত্রসহ চারজন গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে ২টি দেশে তৈরি এলজি, ৯১ রাউন্ড রিভলবারের গুলি, ২৩ রাউন্ড কার্তুজ ও পিস্তলের গুলিসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ মার্চ) দিবাগত রাতে নাথ পাড়ায় ডা. এস.কে নাথের মাটির ঘরের দ্বিতীয় তলার মাচার ওপর থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ওই এলাকার মৃত সুনীল কুমার নাথের ছেলে বিশ্বজিৎ নাথ শিবু (৪৩) ও রাজিব নাথ (৩০), নগরের পশ্চিম ষোলশহর নাজির পাড়ার মানিক রঞ্জন নাথের ছেলে অভিরাম নাথ (৩১) ও চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল রিটা বড় বাড়ির মিলন চন্দ্র নাথের ছেলে শংকর নাথ (৪৩)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে মল্লিক ছোবহান নাথ পাড়াস্থ ডা. এস.কে নাথের মাটির বসতঘরের দ্বিতীয় তলার মাচার ওপর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

অবৈধ অস্ত্র ও গুলি হেফাজতে রাখার দায়ে বিশ্বজিৎ, রাজিব, অভিরাম ও শংকরকে গ্রেফতার করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া