অপরাধীদের শাস্তি দিলেই নারী নির্যাতন কমবে: স্পিকার

আইএনবি নিউজ: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর গুলশানের শহীদ তাজউদ্দিন আহমেদ মেমোরিয়াল পার্কে ‘সবাই মিলে সবার ঢাকা, নারী পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা’ শীর্ষক অনুষ্ঠানে মন্তব্য করে বলেন, অপরাধীদের শাস্তি দিতে পারলে নারী নির্যাতন কমে যাবে।

ঢাকা উওর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমাদের সরকার নারীদের জন্য কাজ করে যাচ্ছেন। নারী সহিংসতা দূর করতেও তিনি অনেক পরিকল্পনা গ্রহণ করেছেন। নুসরাত হত্যার রায় অনেক দ্রুত সময়ে হয়েছে এবং সঠিক বিচার হয়েছে। অপরাধীদের শাস্তি দিতে পারলে নারী নির্যাতন কমে যাবে।’

স্পিকার বলেন, ‘ইতোমধ্যে নারীদের সফলতা চারিদিকে ছড়িয়ে পড়েছে। দেশের সকল ক্ষেত্রেই নারীদের উপস্থিতি দৃশ্যমান। কর্মক্ষেত্রে নারীদের সমান উপস্থিতি থাকলে দেশ অনেক দ্রুত উন্নতির শিখরে পৌঁছে যাবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম, আইজিপি জাবেদ পাটোয়ারী, ক্রিকেটার সাকিব আল হাসান, এমপি অপরাজিতা হক, এমপি নাহিদ ইজহার খানসহ অন্যান্যরা।

আইএনবি/বিভূঁইয়া