অত্যাধুনিক প্রযুক্তির রোবট নামানো হয়েছে কোভিড-১৯ মোকাবেলায় সচেনতা সৃষ্টিতে কেরালায়

প্রযুক্তি ডেস্ক: দক্ষিণ কেরালার ‘অসিমভ রোবটিকস’ নামের একটি স্টার্টআপ ফার্মের উদ্ভাবিত রোবট দু’টি সতর্কবার্তার পাশাপাশি সরবরাহ করছে মাস্ক, স্যানিটাইজার ও ন্যাপকিন। ইয়ন, ইন্ডয়াটিভি, হিন্দুস্তান টাইমস

শুক্রবার কেরালার কোচি শহরে অবস্থিত স্টার্টআপ কমপ্লেক্সের সামনে রোবট দু’টিকে ফেইস মাস্ক এবং স্যানিটাইজার বিতরণের পাশাপাশি দরজা পরিস্কার এবং সংক্রমণ ঠেকানোর উপায় বাতলে দিতে দেখা গেছে।

রোবটগুলো নির্মাণের মূল পরিকল্পনাকারী জয়কৃষ্ণন জানান, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এই রোবটগুলো মূলত জনসমাগমস্থলেই কার্যকরী। যার ফলে এর মাধ্যমে জনসাধারণকে সচেতন করে তোলার কাজটি তারা নির্বিঘ্নেই চালিয়ে যেতে সক্ষম হবেন।

প্রতিষ্ঠানটি রোবটগুলোকে বিমানবন্দর এবং শপিংমলের মতো জনবহুল এলাকায় স্থাপন করতে ইতোমধ্যেই কর্তৃপক্ষের অনুমতি চেয়েছে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া কোভিড-১৯ সংক্রমনে ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে ৪ হাজার ৯০০ জন প্রাণ হারানোর পাশাপাশি আক্রান্ত হয়েছেন আরও এক লাখ ৩৪ হাজার ৫০০ জন।

আইএনবি/বিভূঁইয়া