২২ গ্রাম্য মাতবরকে আসামি করে পুলিশের মামলা, গ্রেপ্তার ১

সরাইল প্রতিনিধি : সরাইলে ২২ গ্রাম্য মাতব্বরকে পুলিশের কর্তব্য কাজে বাধা, হামলা ও হত্যার উদ্দেশ্যে আঘাত এবং গ্রামে দাঙ্গা সৃষ্টির অভিযোগে আসামি করে পুলিশ মামলা দায়ের করেছে। সোমবার (৯ডিসেম্বর) সরাইল থানায় দায়ের করা মামলার বাদী হয়েছেন উপ-পরিদর্শক (এসআই) মো. সহিদ মিয়া। এ মামলায় মঙ্গলবার বিকেলে গ্রাম্য মাতব্বর আসমত মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, সরাইল উপজেলার পাকশিমুল ইউপির পরমানন্দপুর গ্রামে গত ৭ ডিসেম্বর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠির লোকদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে শতাধিক মানুষ আহত হন। খবর পেয়ে এ দাঙ্গা রোধে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে আসামিরা পুলিশের ওপর হামলা করে এবং হত্যার উদ্দেশ্যে আঘাত করে। এতে একাধিক পুলিশ সদস্য আহত হন।

পুলিশের দায়ের করা মামলায় আসামিরা হলেন- পরমানন্দপুর এলাকার মাতব্বর সফিকুল আমিন (৫০), নুর আলী (৭০), বাবুল মিয়া (৪০), মোশারফ খাঁন (৪৫), আসমত আলী (৪০), মহিউদ্দিন (৪৫), মতি মিয়া (৫৫), তৌফিক খাঁন (৩৫), জিয়াউল আমিন (৫৫), রিপন মিয়া (৩৫), মালেক মিয়া (৫৫), নাছির মিয়া (৫০), জামাল খাঁন (৫৫), জয়নাল আবেদীন (৪৩), কুতুব খাঁন (৩০), বাহারাইন (৩৫), জাফর আলী (৪০), মানিক মিয়া (৪৫), কাঞ্চন মিয়া (৩৬), আলফাজ উদ্দিন, আদনান খাঁন (২৫) ও তফসির খাঁন (৩৫)। এছাড়াও এ মামলায় অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটো বলেন, পরমানন্দপুর এলাকায় চিহ্নিত গ্রাম্য মাতব্বররা তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতেই সেই সংঘর্ষের সৃষ্টি করেছিলো। তারা পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। চিহ্নিত ২২ মাতব্বরকে আসামি করে মামলা দেওয়া হয়েছে। এক মাতব্বরকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তার পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

আইএনবি/বিভূঁইয়া