Monday, December 16, 2019
Monday, December 16, 2019

সারাদেশ

সেটেলমেন্ট অফিস থেকে ৫ দালাল আটক

Monday, December 2, 2019

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা শহরে সোমবার বিকেলের দিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান ও দুদকের জেলা কার্যালয় নোয়াখালীর সহকারী পরিচালক মো. সুবেল আহম্মেদ যৌথভাবে সেটেলমেন্ট অফিস থেকে ৫ দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে দাকারাদণ্ড প্রন করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, নোয়াখালী সদর উপজেলার লক্ষীনারায়ণপুর এলাকার মো.আবদুর রহীম (৪৭), মনির হোসেন (৩৮), সাইফুল ইসলাম (৪৫), বাবুল মিয়া (৫৫), নুরুল ইসলাম (৩৯)। এ সময় নুর হোসেন নামে একজনকে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

দুদকের জেলা কার্যালয় নোয়াখালীর সহকারী পরিচালক মো. সুবেল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় আদালত পরিচালনায় সহযোগীতা করেন, সুধারাম মডেল থানার পুলিশ।

আইএনবি/বিভূঁইয়া