সিরাজগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলায় সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড় এলাকা থেকে আট কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার সুখদেব গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ইউসুফ আলী (৫২) ও তার স্ত্রী হাওয়ানুর বেগম (৪২)।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জাগো নিউজ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাজমুল হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।

আইএনবি/বিভূঁইয়া