সিদ্ধিরগঞ্জে দস্তগীর গাজীকে প্রধান আসামি করে দুই মামলা

আইএনবি ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে হত্যার উদ্দেশ্যে গুলি করার অপরাধে সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে প্রধান আসামি করে দুইটি মামলা দায়ের করা হয়েছে।

আলাদা দুইটি মামলার একটিতে ১৩৩ জন এবং অপরটিতে ৪১ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। মামলাগুলোতে অজ্ঞাত রাখা হয়েছে আরও এক হাজার জনকে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) মো. জুয়েল মিয়া (৩০) এবং মো. কাজী আহমেদুল্লাহ আহাদ নামের দুই ব্যক্তি বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছে: সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, শামীম ওসমানপুত্র অয়ন ওসমান, শামীম ওসমান ভাতিজা আজমেরি ওসমান, গোলাম দস্তগীর গাজীপুত্র গোলাম মর্তুজা পাপ্পা গাজী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের জেলা, মহানগর ও থানা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা।
মামলার এজাহারে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এবং সানারপাড় অংশে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে গুলি করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে আহত হন মামলার বাদীরা।

আইএনবি/বিভূঁইয়া