সাভারে এক প্রতারক ও ভুয়া সাংবাদিক আটক

বিশেষ প্রতিনিধি: ঢাকা জেলার সাভার উপজেলার আমিন বাজার সার্কেল ভূমি অফিসে দুর্নীতির মিথ্যা সংবাদ প্রকাশের ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন সময় নিজের ভিন্ন ভিন্ন পরিচয় দিয়ে চাঁদা দাবি করে আসছিল এক সাংবাদিক ।

সে নিজেকে মুভি বাংলা টিভির স্টাফ রিপোর্টার পরিচয় দিয়ে ভিজিটিং কার্ড প্রদর্শন করে আমিন বাজার সার্কেল ভূমি উপ সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করলে সেই কর্মকর্তার সন্দেহ হয়।

পরে তিনি স্থানীয় কয়েকজন সাংবাদিকদের কাছে তাঁর পরিচয় যাচাই করে ভুয়া সাংবাদিক নিশ্চিত হয়ে তার উপরস্থ কর্মকর্তা এসি ল্যান্ড জনাব মোঃ জুলহাস হোসেন সৌরভ কে অবহিত করলে স্থানীয় জনগন ও কয়েকজন সাংবাদিকদের সযোগিতায় তাঁকে আটক করে পুলিশ সোপর্দ করেন।

পরে মোঃ নজরুল ইসলাম নিজে বাদী হয়ে সাভার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। পরে সাভার থানায় যোগাযোগ করে দায়িত্বরত কর্মকর্তা উক্ত ঘটনাটি নিশ্চিত করেছেন।

জানা যায় আটককৃত সাংবাদিকের নাম পবিত্র বিশ্বাস।

 

আইএনবি/বিভূঁইয়া