আইএনবি ডেস্ক:রাজধানীর বারিধারা থেকে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার বিকেলে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা ছিল। এসব মামলার প্রেক্ষিতে র্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করব। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা তারাই সিদ্ধান্ত নেবে।’
আইএনবি/বিভূঁইয়া