‘শিক্ষিত দক্ষ যুবকরাই স্মার্ট বাংলাদেশের হাতিয়ার’

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল বাংলাদেশের পথ বেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। শিক্ষিত দক্ষ যুবকরাই স্মার্ট বাংলাদেশের মূল হাতিয়ার। বিশাল যুবশক্তিকে প্রযুক্তিময় শিক্ষা, কর্মময় শক্তিতে রূপান্তরিত করতে হবে। যুব শ্রেণীকে কর্মে সম্পৃক্ত করতে না পারলে, স্মার্ট বাংলাদেশ কি নির্মাণ সহজ হবে না।

আজ ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ যুব উন্নয়ন ফোরাম আয়োজিত স্মার্ট বাংলাদেশ যুবকদের করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আজহারুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মানিক লাল ঘোষ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক আসাদুজ্জামান আজম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 13 নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক আবুল, সংগঠনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব সাব্বির তালুকদার প্রমূখ।

সংগঠনের সভাপতি কৃষিবিদ মাসুদ আলমের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাজিবুল হক রনি। সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবকদের সম্পৃক্ততা করতে যুব ব্যাংক গঠন,সরকারি চাকরিতে বয়স সীমা বৃদ্ধি, সহজ শর্তে যুব ঋণ প্রদানসহ নয় দফা দাবি তুলে ধরেন সাব্বির তালুকদার।

সভায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ইসমাইল বাংলাদেশ গঠন করতে হলে বেকার বিশাল যুবশ্রেনীকে প্রযুক্তি নির্ভর কর্মদক্ষ করে গড়ে তুলতে হবে।