শরীয়তপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩ আহত ১৫

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জন ও উদ্ধার করতে গিয়ে এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

মঙ্গলবার সকাল সারে ৮টায় ডামুড্যা উপজেলার খেজুর তলা এলাকার ডামুড্যা-শরীয়তপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ডামুড্যা উপজেলার সিড্যা গ্রামের নুরুজ্জামান মুন্সীর ছেলে মোঃ কামরুজ্জামান (মাহামুদ মুন্সী) (৪৪), ডামুড্যা পৌরসভার কুলকুড়ি এলাকার খালেক মোল্লার ছেলে জুলহাস মোল্লা (২৮)ও পূর্ব ডামুড্যা ইউনিয়নের বড় নওগা গ্রামের তমিজউদ্দিন পাইকের ছেলে ইয়াকুব পাইক (৮০)। দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করতে গিয়ে জুলহাস মোল্যা নামে একজনের মৃত্যু হয়।

আহতরা হলেন ডামুড্যা উপজেলার মমতা বেগম, গোবিন্দ, খোকন হাওলাদার, নুরুল ইসলাম, নিপা কর্মকার, ফজলুল করিম শেখ, আব্দুর রশিদ, মইনুদ্দিন মাদবর, নিপা, রফিক, ইফতি, শারমিন ও সাইফুল ইসলাম।

আহতদের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত যাত্রীদের উদ্ধার কাজে ডামুড্যা ও গোসারহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, ডামুড্যা থানার পুলিশ ও এলাকাবাসী উদ্ধার কাজ সহ্য়াতা করেন।

ঘটনাস্থল পরিদর্শনে আসেন শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের এবং পুলিশ সুপার আব্দুল মোমেন। এ সময় জেলা প্রশাসক বলেন, আমি একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে জানতে পেরেছি। গাড়িটি চালাচ্ছিল অল্পবয়স্ক একটি ছেলে সম্ভবত তিনি ড্রাইভার না। আমরা এই দুঃখজনক ঘটনার জন্য মর্মাহত এবং এই ঘটনায় যারা নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

তিনি বলেন, আজ থেকে শরীয়তপুরে বিশেষ অভিযান চলবে । কোন ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোন প্রকার ডকুমেন্ট ছাড়া ফিটনেসবিহীন কোন গাড়ি শরীয়তপুরের রাস্তায় চলতে পারবে না। ড্রাইভিং লাইসেন্স ইন্সুরেন্স ট্যাক্স টোকেন ফিটনেস সকল ধরনের কাগজপত্র দেখে কঠোরভাবে আইন পরিচালনা করা হবে।

আইএনবি/জে.এম/বিভূঁইয়া