ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে সোমবার দিবাগত রাত ১১টায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের কাওরাইদ-মশাখালী রেলস্টেশনের মধ্যবর্তী শীলা রেল ব্রিজ এলাকায় রেললাইনের ক্লিপ খোলার সময় দুই যুবককে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০টি ক্লিপ উদ্ধার করা হয়।
আটক দুই যুবক হলো- উপজেলার পাগলা থানাধীন লংগাইর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের সোহান মিয়ার ছেলে সাগর মিয়া (১৮) ও শহিদ মিয়ার ছেলে শিমুল মিয়া (১৮)।
জানা যায়, সোমবার দিবাগত রাত ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের কাওরাইদ-মশাখালী স্টেশনের মধ্যবর্তী শীলা রেল ব্রিজ এলাকায় দুই যুবক রেললাইন থেকে ক্লিপ (ইআরসি) খুলছিল। স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে ৫০টি ক্লিপ উদ্ধার করেন।
গফরগাঁও রেলওয়ে স্টেশন জিআরপি ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান বলেন, এ ঘটনায় ময়মনসিংহ জিআরপি থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।
আইএনবি/বিভূঁইয়া