রাজারহাট উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের রাজারহাটে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস সফল করা লক্ষ্যে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামীলীগ রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে রাজারহাট সদর ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সাহের উদ্দিন ধনীর সভাপতিত্বে বিশেষ বর্র্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার শুরুতে সদ্য প্রয়াত উপজেলা আওয়ামীলীগের ১নং সাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিন সরকার ও সাবেক দপ্তর সম্পাদক আশরাফ আলীর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো.আক্তারুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আবুল কাশেম মোল্লা, আব্দুল করিম মাস্টার, আলহাজ্ব আব্দুল ওয়াহেদ মাস্টার, আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ ভেন্ডার, যুগ্ম সাধারণ সম্পাদক সহ: অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল চাঁদ, দুলাল চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খন্দকার বিপ্লব, আসাদ আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা সাবেরা সুলতানা হ্যাপি, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আশিকুল ইসলাম মন্ডল সাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রফিকুল ইসলাম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সহ: অধ্যাপক হবিবুর রহমান হবি, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহানুর আলম সোহেল, সহপ্রচার সম্পাদক মনজুরুল ইসলাম (মজিদুল), দপ্তর সম্পাদক আব্বাছ আলী, সহদপ্তর সম্পাদক মাহফুজার রহমান মনু প্রেসক্লাব রাজারহাটের প্রচার সম্পাদক এ.এস.লিমনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

আইএনবি/এম.আ/বিভূঁইয়া