রাজশাহী প্রতিনিধি:রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১৩ জনই রাজশাহী জেলার। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের একজন ও নওগাঁর চারজন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে আটজনের করোনা পজিটিভ ছিল। আর ১০ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।
এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৬৩ জনের মৃত্যু হলো।
আইএনবি/বিভূঁইয়া