যমুনায় ২৪ ঘণ্টায় ৪৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাছে যমুনা নদীতে পানি গত কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে (হার্ড পয়েন্টে) ৪৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদৎ সীমার ১ দশমিক ৪১ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে গত ৬ দিন যাবৎ যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার চরাঞ্চল ও নদী তীরবর্তী নিম্ন এলাকাগুলো প্লাবিত হতে শুরু করেছে দেখা দিয়েছে ভাঙন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, টানা বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে গত কয়েক দিন ধরেই যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় ৪৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী কয়েকদিন যদি পানি এভাবেই বৃদ্ধি পেতে থাকে তাহলে সিরাজগঞ্জ পয়েন্টে পানি বিপদৎসীমা অতিক্রম করতে পারে।

আইএনবি/বিভূঁইয়া