মেহেরপুরে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে রোববার সকালে উপজেলার বালিয়াঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে ৪১৬ বোতল ফেনসিডিলসহ সুমন হোসেন (৩০) ও মিন্টু মিয়া (৩২) নামে দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

আটক দুই জনের বাড়ি সীমান্তবর্তী হাড়াভাঙ্গা গ্রামে। এসময় তারা ভারতীয় সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে পাওয়ার ট্রিলার যোগে তারা কুষ্টিয়ার দিকে যাচ্ছিলো বলে জানায় পুলিশ।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, একটি পাওয়ার ট্রিলার ট্রলিযোগে বস্তায় ভরে ফেনসিডিলগুলো গন্তব্যে নিয়ে যাচ্ছিলো তারা। গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার এসআই আব্দুল হক ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় ৪১৬ বোতল ফেনসিডলসহ মিন্টু ও সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরও বলেন, ফেনসিডিলের উৎস ও গন্তব্যের সাথে জড়িতদের বিষয়ে আটকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক দুজনকে মেহেরপুর আদালতের প্রেরণ করা হবে জানিয়েছেন এই কর্মকর্তা।

আইএনবি/বিভূঁইয়া