মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলন

আইএনবি নিউজ: জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সোমবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান।

তিনি বলেন, বিগত ২৭অক্টোবর ২০১৯, ৭১ টিভির খবরে প্রকাশিত রাজাকারের টাকায় মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শীর্ষক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন পৃষ্ঠপোষকতার জন্য প্রস্তাব পত্র প্রেরণ করা তৎমধ্যে ন্যাশনাল ব্যাংক এবং ইউরোপীয় ইউনিভার্সিটি হামদার্ড বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম সহযোগিতা করার ইচ্ছা পোষণ করায় আমরা উক্ত প্রতিষ্ঠানসমূহকে স্পন্সর করেছি।

আইএনবি/জেএম/বিভূঁইয়া