গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জের মুকসুদপুরে কলেজ মোড় নামক স্থানে সোমবার সকাল ৮টার সময় ঢাকা-খুলনা সড়কে দুর্ঘটনায় প্রাইভেটকার আরোহী শের খান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছে।
নড়াইল থেকে ছেড়ে আসা একটি বাস এবং ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাইভেটকার আরোহী নিহত হয়, অপর দুইজন আহত হয়। মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও বাস চালক পালিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আইএনবি/বিভূঁইয়া