মির্জাগঞ্জে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটক

মির্জাগঞ্জ প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে রোববার বিকালে অভিমান করে মুক্তা (৩৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

স্ত্রীকে আত্নহত্যার প্রোরচনার দায়ে স্বামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। নিহত মুক্তা উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের মোঃ সালাম ফকিরের স্ত্রী।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের স্বামী সালাম বিভিন্ন সময় তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত এবং ঠিকমত ভরন পোষণ দিতনা। এসব কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে বলে তার আত্নীয় স্বজনরা জানান। ময়না তদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছ।

আইএনবি/বিভূঁইয়া