মানিকগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান

মানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জের শিবালয়ে বুধবার ভোরের দিকে উপজেলার তেওতা এলাকায় আগুনে পুড়ে ছাই হয়েছে ৮টি দোকান।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, ভোররাতে আগুন জ্বলতে দেখে এগিয়ে আসে এলাকাবাসী। এ সময় ৮টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে ও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘন্টাখানিকের মধ্যে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এদিকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, আগুন জ্বলার সময় কয়েকটি দোকানের শাটারের তালা ভাঙ্গা ছিলো। তাছাড়া কয়েকটি দোকানের টিন বাইরে ভাঙ্গা অবস্থায় দেখতে পাওয়া যায়। তাদের প্রাথমিক ধারণা দুর্বৃত্তরা দোকানগুলোতে ভাংচুর চালিয়ে মালামাল লুট করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

মার্কেটের মালিক তপু মিয়া জানান, এক বছর আগে মার্কেট করে দোকান ঘর ভাড়া দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে আলোচনা করে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইএনবি/বিভূঁইয়া