নায়ারয়ণগঞ্জ প্রতিনিধি: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ভক্তের সংখ্যা ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। যেখানেই যান, ভক্তরা তাকে ঘিরে ধরেন। সেলফি তুলতে চান। মাঝেমধ্যে তাদের আবদার মেটালেও প্রায়ই খেপে ওঠেন সাকিব। এ নিয়ে বিতর্কেরও শেষ নেই।
গতকাল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে সুপার লিগের ম্যাচ খেলতে নায়ারয়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গিয়েছিলেন সাকিব। প্রাইম ব্যাংক ও শেখ জামালের ম্যাচ শুরুর আগে এক ভক্ত সেলফি তুলতে চাইলে প্রথমে নিষেধ করেন তিনি। সে সময় শেখ জামালের কোচ সোহেল ইসলাম ও প্রাইম ব্যাংকের কোচ সালাউদ্দিনের সঙ্গে কথা বলছিলেন সাকিব। নাছোড়বান্দা ভক্ত এরপরও সেলফি তুলতে চাইলে ক্ষেপে যান মাগুরা-১ আসনের সংসদ সদস্য। এক পর্যায়ে ভক্তের ঘাড়ও চেপে ধরেন সাকিব। পরে সেলফি না তুলেই চলে যান ভক্ত।
বিতর্কের জন্ম দেওয়া এ ম্যাচে লিস্ট এ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। ৪২ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি। অবশ্য তার দল শেখ জামাল ম্যাচটা জিততে পারেনি। প্রাইম ব্যাংক জিতে যায় ১৯৯ রানে। এর আগে বাংলাদেশের দুজন লিস্ট এ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক পাড়ি দেন (মাশরাফি ও আবদুর রাজ্জাক)।
আইএনবি/বিভূঁইয়া