কেরানীগঞ্জ প্রতিনিধি :ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে পাগলা নৌ পুলিশ অজ্ঞাত এক যুবতীর (২০) লাশ উদ্ধার করেছে । সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের পানগাঁও এলাকায় মাঝ নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহতের পরনে ছিল কালো রঙের বোরকা ও সাদাকালো স্ট্রাইপের প্লাজু পাজামা। তবে লাশটি তিন চার দিন আগের হওয়ায় একেবারে ফুলে-ফেঁপে যাওয়ায় আঘাতের কোনো চিহ্ন বুঝা যায়নি।
পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই জমশেদ আলী জানান, ভাটার পানিতে পশ্চিম দিক থেকে কচুরিপানার সঙ্গে লাশটি ভেসে আসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এটা কি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত যুবতীর পরিচয় পাওয়া যায়নি।
আইএনবি/বিভূঁইয়া