ক্রীড়া ডেস্ক:তরুণ ক্রিকেটার মহরম হোসেন মাহিন মাত্র ১৭ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন ।
আগামীকাল অনূর্ধ্ব-১৮ বিভাগীয় টুর্নামেন্টে খেলতে নামার কথা ছিল এই বাঁহাতি স্পিনারের।
এ লক্ষ্যে ফরিদপুরে ঢাকা দক্ষিণ দলের সঙ্গে অনুশীলন করছিলেন মহরম। কিন্তু হঠাৎ করে পেট ব্যথা করায় ফরিদপুর মেডিক্যাল কলেজে ভর্তি হন।
সেখান থেকে মরহরমকে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করানোর পরামর্শ দেওয়া হয়। সে অনুযায়ী ভর্তিও করা হয় তাকে। কিন্তু তীব্র অ্যাসিডিটির সঙ্গে আরও কিছু শারীরিক জটিলতা দেখা দিলে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নে চিকিৎসকরা।
অস্ত্রোপচারের পর কিছুটা ভালো বোধ করতে শুরু করেছিলেন মহরম। কিন্তু সম্প্রতি অবস্থার অবনতি হলে হাসপাতালের আইসিইউ-তে রাখা হয় তাকে। কিন্তু এরপর আর সুস্থ হয়ে মাঠে ফিরতে পারলেন না তিনি।
মহরমের জন্ম বরিশালের গৌরনদীতে। তার বাবা একজন স্কুল শিক্ষক।
মহরমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আইএনবি/বিভূঁইয়া