বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহন বাস থামিয়ে বুধবার রাত ৮ টার দিকে আমতলীর আরপাঙ্গাশিয়া বাজারের দক্ষিণে দূর্বৃত্তরা ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েংছে।
জানা গেছে, তালতলী থেকে তিনজন যাত্রী নিয়ে সাকুরা পরিবহনের বাস ছেড়ে এসে রাত সাড়ে ৯টার দিকে আমতলীর আরপাঙ্গাশিয়া বাজারে পৌঁছাবার আগে ৭-৮ জন দুর্বৃত্ত বাসটির গতিরোধ করে। বাস থেকে যাত্রী, চালক ও হেলপারকে নামিয়ে বাসের সামনের গ্লাস ভাঙচুর করে পেট্রল দিয়ে আগুন লাগিয়ে চলে যায় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস পৌছাঁনোর আগেই বাসটি পুড়ে যায়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংবাদিকদের বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছি। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
আইএনবি/বিভূঁইয়া