বরগুনায় পুলিশের অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১

বরগুনা প্রতিনিধি :বরগুনা‌ সদর উপজেলায় এইচ এম রানা সিদ্দিক (৪৬) নামে একজনকে দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

সদর উপজেলার গলাচিপা বাজারের মীরেরহাট যাওয়ার সংযোগ সড়কের পাকা রাস্তার ওপর থেকে সোমবার (০৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মিজানুর রহমান।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মিজানুর রহমান বলেন, আটক ছিদ্দিকের নামে বরিশাল রেঞ্জের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা চলছে। পলাতক অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

 

আইএনবি/বিভূঁইয়া