কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে বুধবার (১৫ জানুয়ারি) ভোর রাত ৩ টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মেরিন ড্রাইভ রোড সংলগ্ন বিচ এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় ২টি এলজি, ৬ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড গুলির খোসা ও ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
নিহত মাদক ব্যবসায়ীরা হলেন, উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের হোসন শরীফের ছেলে আবুল হাশিম (৩০) ও ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই/৩ ব্লকের শামসুল আলমের ছেলে মো: আয়ুব (২৪)।
এসব তথ্য নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ এর সিপিসি-২ টেকনাফ হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ (এএসপি) শাহ আলম।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
আইএনবি/বিভূঁইয়া