বগুড়ায় মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনটে ফাহমিদ হাসান ফাহিম ওরফে শুভর (১৪) নামে মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ নানা বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার দুপুর ১২টার দিকে ধুনট সদর ইউনিয়নের উল্লাপাড়া গ্রাম থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফাহমিদ হাসান ফাহিম বগুড়ার শেরপুর উপজেলার খন্দকার টোলা পূর্বপাড়া এলাকার সুলতান সেখের ছেলে। সে ৪-৫ বছর বয়স থেকে ধুনট উপজেলার উল্লাপাড়া গ্রামে নানা ফরিদ সেখের বাড়িতে বসবাস করে স্থানীয় ইলহাম এলোমানি অরফান (ক্বওমী) মাদ্রাসায় পড়ালেখা করছিল।

ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, সুরতহাল করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মৃতদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ধুনট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া