বগুড়ায় ট্রাকে পেছন থেকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

জেলা প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে বিকল ট্রাকে পেছন থেকে আরেটি ট্রাক ধাক্কা দেওয়ার ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।

আজ শনিবার ভোররাত সাড়ে ৩টায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মুরইল বাজারের কাছে ওই দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, বিকল একটি ট্রাকে রশি বেঁধে নওগাঁর দিকে টেনে নিয়ে যাচ্ছিল আর একটি ট্রাক। রাত সাড়ে ৩টার দিকে বগুড়া থেকে নওগাঁগামী আর একটি মিনিট্রাক পেছন থেকে বিকল ট্রাকটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা ২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন— নওগাঁর সাহাপার উপজেলার মাস্টারপাড়ার মো. রফিকুল ইসলাম, ঢাকার কামরাঙ্গীরচর উপজেলার দাদন মিয়া (৪৬) ও নওগাঁ সদর উপজেলার মো. মোস্তাক আলী (৪৫)। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ঢাকার কামরাঙ্গীরচরের মো. সাইফুল ইসলাম। তারা সবাই বিকল ট্রাক এবং পেছন থেকে ধাক্কা দেওয়া মিনি ট্রাকের ড্রাইভার ও হেলপার।

আইএনবি/