ফেসবুকে ঘোষণা দিয়ে এনসিপির চট্টগ্রাম মহানগর প্রধান সমন্বয়কারীর পদত্যাগ

আইএনবি ডেস্ক:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক ফেসবুকে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এনসিপির সব ধরনের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান। একই সঙ্গে তিনি জানান, আসন্ন নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে আর প্রার্থী হবেন না।

এছাড়া ওই পোস্টেই মীর আরশাদুল হক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানান।

তার এই ঘোষণাকে ঘিরে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া