ফুটবল খেলতে গিয়ে হার্ট অ্যাটাকে যুবকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চরমুগুরিয়া কলেজ মাঠে ফুটবল খেলা অবস্থায় হার্ট অ্যাটাকে দুলাল সাহা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত দুলাল সাহা চরমুগুরিয়া এলাকার নারায়ণ সাহার ছেলে।

স্বজন ও এলাকাবাসী সূত্র জানায়, চরমুগুরিয়া কলেজ মাঠে প্রতিদিনের মতোই আজ শুক্রবার বিকেলে ফুটবল খেলতে যান দুলাল সাহা। ফুটবল লাথি মারার সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাকে মাটিতে পড়ে যায় দুলাল। পরে তার মৃত্যু হয় ঠিক ওই স্থানেই।

দুলালের সহপাঠী রাজিব বলেন, ‘আমরা সহপাঠী এবং এলাকার কিছু লোকজন মিলে প্রতিদিন কলেজ মাঠে ফুটবল খেলতে যাই। প্রতিদিনের মতো আজকেও দুলাল আমাদের সঙ্গে ফুটবল খেলতে কলেজ মাঠে আসেন। পরে ফুটবলে লাথি মারলে হার্ট অ্যাটাকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘শুক্রবার বিকেলে চরমুগুরিয়া কলেজ মাঠে ফুটবল খেলতে গিয়ে হার্ট অ্যাটাকে এক যুবকের মৃত্যুর খবর শুনেছি।’

 

আইএনবি/বিভূঁইয়া