ফিল্ডিংয়ে নামেননি সাকিব

ক্রিড়া ডেস্ক: নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ। তাই যাকে খুশি খেলানো যায়। প্রস্তুতি ম্যাচের খেলোয়াড় তালিকায় ১২ জনের নাম থাকে, তারা সবাই মাঠে নামেন। পারফরম করতে পারেন। কেউ বোলিং আবার কেউ ব্যাটিং করে বোলিং নাও করতে পারেন।

খেলোয়াড় তালিকা দেখেও কোন মন্তব্য করাার সুযোগ নেই। কাকে কোন ডাউনে খেলানো হবে কিংবা কখন নামানো হলো- তার লেখাযোখা নেই। কারণ এর পুরোটাই প্রস্তুতির অংশ।

শেরে বাংলায় ভারতগামী জাতীয় দলের যে প্রথম টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ হচ্ছে তাতে ফিল্ডিং করতে মাঠেই নামেননি জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। লাল দলের খেলোয়াড় তালিকায় নাম থাকলেও সাকিব শেষ পর্যন্ত মাঠে ফিল্ডিংয়ে নামেননি।

অধিনায়ক সাকিব বোলিং না করলেও তরুন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব বল হাতে ঠিক নিজেকে মেলে ধরেছেন। চার ওভারের টানা স্পেলে ১৭ রানে ৩ উইকেট শিকার করেছেন বিপ্লব। তার স্পিন ঘূর্নিতে সবুজ দলের নাইম শেখ ও সাব্বির রহমান আউট হয়েছেন।

আইএনবি/বিভূঁইয়া