পুলিশের গাড়িতে ডাকাতের হামলা, আহত ৩

গাজীপুর প্রতিনিধি : শ্রীপুরে মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় টহলরত পুলিশ সদস্যের ওপর ডাকাতের হামলায় দুজন আহত এবং পুলিশের ধাওয়ায় চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে এক ডাকাত সদস্য গুরুতর আহত হয়েছেন।

গতকাল রবিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার শিমলাপাড়া গ্রামের হাঁসিখালী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল মো. রুহুল আমিন (২৫) ও মো. সেলিম (৩৫)। তারা দুজনই শ্রীপুর থানায় কর্মরত।

আহত ডাকাত সদস্য হলেন- শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রুবেল মিয়া (২৭)। তিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মো. শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রুহুল আমিন ও মো. সেলিম সিএনজি নিয়ে মাওনা–ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে টহল দিচ্ছিলেন। ওই সময় ডাকাতদল মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে গাছ ফেলে ডাকাতি করছিল। খবর পেয়ে পুলিশের সিএনজি ব্রিজের কাছে পৌঁছতেই ৫/৭ জনের ডাকাতদল তাদের ওপর হামলা চালায়।

এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের কোপে কনস্টেবল রুহুল গুরুতর আহত হন। পরে সিএনজির ভেতর পুলিশ দেখে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় সিএনজির চাপায় ডাকাত রুবেল আহত হন।

ডাকাত রুবেল পুলিশ হেফাজতে আছে। প্রাথমিকভাবে জানা গেছে, তার সহযোগীদের বাড়ি বিভিন্ন জেলায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

আইএনবি/বিভূঁইয়া