পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

নাটোর প্রতিনিধিঃ নাটোর সদরের মোকরামপুর বাজার এলাকা থেকে বিদেশী পিস্তলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আটককৃত ব্যবসায়ীর নাম সাকিবুল হাসান শান্ত (১৯) । সে গুরুদাসপুর উপজেলার দস্তানা নগর এলাকার আফাজ মৃধার ছেলে।

র‌্যাব -৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে নাটোর সদর উপজেলার মোকরামপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় গুরুদাসপুর উপজেলার দস্তান নগর গ্রামের আফাজ মৃধার ছেলে সাকিবুল হাসান শান্তকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সে সময় তার কাছে একটি মোবাইল ও নগদ ৪৮৯০ টাকা পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত অস্ত্র ব্যবসায়ী জব্দকৃত পিস্তল বিক্রির জন্য নিজের কাছে রেখেছিল বলে স্বীকার করে। এ ব্যাপারে নাটোর জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া