কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসামে শনিবার (২২ জুলাই) রাতে পৌরশহরের গন্ডামারা এলাকায় দাদনের পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে আউয়াল হোসেন সিয়াম (২০) নামে এক ভাঙারি ব্যবসায়ী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
নিহত সিয়াম পৌরসভার জবাইখানা এলাকার সরাফত আলীর ছোট ছেলে। পেশায় তিনি একজন ভাঙারি ব্যবসায়ী ছিলেন। ঘটনার পরপর ঘাতক সবুজ মিয়া কৌশলে পালিয়ে যান।
স্থানীয়রা জানান, ভাঙারি ব্যবসায়ী সিয়াম উপজেলার কালোরা খালপাড়ের হকার সবুজকে মালামাল কেনার জন্য দাদন দেয়। সবুজ বেশ কিছুদিন কাজ না করায় সিয়াম পাওনা টাকা চাইতে গেলে তাকে এবং সাথে থাকা পাশ্ববর্তী বিনই গ্রামের জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় জাহাঙ্গীর দৌঁড়ে পালিয়ে নিজেকে আত্মরক্ষা করলেও সিয়ামকে একা পেয়ে ছুরিকাঘাতে খুন করে কৌশলে সবুজ পালিয়ে যায়। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত সিয়ামের বড় ভাই অলি উল্লাহ লিটন অভিযোগ করে বলেন, আমার ছোট ভাই হকার সবুজের কাছে দাদনের পাওনা টাকা চাইতে গেলে সে সিয়ামকে ছুরিকাঘাতে খুন করে ঝোপের মধ্যে মরদেহ রেখে দিয়ে পালিয়ে যায়। এঘটনায় আমরা হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
লাকসাম থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষনিক গিয়ে আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জানান, রবিবার সকালে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় তদন্ত চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া