রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলী উপজেলায় শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলো পাড়ায় সড়ক দুর্ঘটনায় পাইমে মারমা নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ডাকবাংলা পাড়া এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয় হতে আসা একটি পর্যটকবাহী বাস ও বাঙালহালিয়া থেকে চন্দ্রঘোনা ফেরিঘাটের যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা কলেজছাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
নিহত কলেজছাত্রী পাইমে মারমা বান্দরবান জেলা সদর উপজেলার বালাঘাটা ঘোয়াইংগ্যা পাড়ার ক্য চিং নু মারমার মেয়ে। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাঙ্গুনিয়া কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টারে পড়তেন জানা গেছে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আইএনবি/বিভূঁইয়া