নারায়ণগঞ্জ প্রতিনিধি: গত প্রায় দেড় বছর ধরে নারায়ণগঞ্জে বন্ধ ছিল মোটরসাইকেল মহড়া। এ মহড়ার বিরুদ্ধে কড়া ভাষায় কথা বলেছিলেন সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত্ আইভী ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান। তাদের ভাষায় হোন্ডা বাহিনী মহড়া দিয়ে শহরের বিভিন্ন স্থানে অপকর্ম করে বেড়ায়। এ বহরের বিষয়টি আলোচনায় আসে বন্দরে একটি জমি দখল নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা ও গুলিবর্ষণ এবং অপরটি শহরের চাষাঢ়ায় প্রেসিডেন্ট রোডে সময়ের নারায়ণগঞ্জ অফিসে হামলার ঘটনায়।
এ দুটি ঘটনায় নগরবাসীকে বেশ ভাবিয়ে তুলেছিল। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ নিয়ে বেশ নেতিবাচক প্রতিক্রিয়া দেখায়। এর পর কার্যত বন্ধ ছিল মোটরসাইকেল মহড়া। গত ২৯ অক্টোবর থেকে শুরু হয়েছে বিএনপি জামায়াতের অবরোধ হরতাল কর্মসূচি। আর এ কর্মসূচি ঘিরে ফের সক্রিয় হয়ে উঠেছে হোন্ডা বাহিনী। এর পর থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন সড়ক ও মহাসড়কে দেখা যায় শত শত মোটরসাইকেল মহড়া দিতে।
সংশ্লিষ্টরা বলছেন, মেয়র ও এমপির বক্তব্যের পর প্রশাসন কিছুটা শক্ত হলে দেড় বছর ধরে বন্ধ ছিল হোন্ডা বাহিনীর মহড়া। যদিও মাঝেমধ্যে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আলোচনায় এসেছিল এ হোন্ডা বাহিনী। কিন্তু বিগত কয়েক বছর আগের মতো দেড় বছর ধরে দিনরাত আতঙ্কের ঐ মহড়া ছিল বন্ধ। তবে এবার বিএনপি-জামায়াতের আন্দোলনকে ঘিরে তাদের মহড়া শুরু হয়েছে যা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। নগরবাসী বলছে, বিএনপি ও জামায়াতের নাশকতা রোধে যদি এ মহড়া কার্যকর হয় তাহলে সেটা দোষের কিছু না। কিন্তু এ মহড়া যদি পরে কোনো দখলবাজ বা অন্য কোনো অপরাধে ব্যবহার করা হয় তাহলে সেটা হবে প্রশ্নবিদ্ধ। অভিযোগ সূত্রে জানা গেছে, সবশেষ নারায়ণগঞ্জের আলোচিত হোন্ডা বাহিনীর মূল নেতৃত্বদানকারী পিজা শামীমের বিরুদ্ধে আবারও অন্যের সম্পত্তি ও ফ্যাক্টরি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
আইএনবি/বিভূঁইয়া