ধর্ষণের শিকার ৯ বছরের শিশু!

বান্দরবান প্রতিনিধি :

শনিবার দুপুরে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা পূর্ব ঘিলাপাড়ায়  ৯ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়রা ধর্ষক মো. কাদেরকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে। ধর্ষক কাদের পার্শ্ববর্তী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার রং মহল এলাকার বাসিন্দা আবুল হাসেমের ছেলে।

 

সূত্র জানায়, শনিবার দুপুর ১২টার দিকে পূর্ব ঘিলাপাড়ার এক কন্যা শিশু বাড়ির পাশে গরু চড়াতে যায়। এ সময় শিশুটিকে একা পেয়ে বনপুর এলাকা যাওয়ার রাস্তা দেখিয়ে দিতে বলে মো. কাদের। রাস্তা দেখিয়ে দিতে গেলে মো. কাদের হঠাৎ করে শিশুটির মুখ চেপে ধরে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এতে শিশুটি অজ্ঞান হয়ে পড়ে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে শিশুটিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে এবং ধর্ষক মো. কাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইএনবি/বি.ভূঁইয়া