থানার সামনে অস্ত্র হাতে যুবদল নেতার ছবি ভাইরাল

আইএনবি ডেস্ক:পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্য সচিব তাহসিন জামান রোমেলের প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে তোলা একটি ছবি ভাইরাল হয়েছে। এরই মধ্যে ওই ছবি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাটারা থানার সামনে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাহসিন জামানের এ ছবিটি তোলা হয়।

জানা যায়, তাহসিন জামান রোমেল মঠবাড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকার আবু জাফরের ছেলে ও মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্য সচিব। তার এই ছবি ছড়িয়ে পড়ায় বিব্রতকর অবস্থায় পড়েছেন স্থানীয় বিএনপি ও যুবদল নেতারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বিএনপি ও যুবদল নেতা-কর্মী বলেন, ৫ আগস্ট ঢাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যে ঢল নামে তাতে তাহসিন জামান রোমেলও যোগ দেন। তিনি ভাটারা থানার সামনে গিয়েছেন। ওই সময় সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটলে হয়তো অত্যুৎসাহী হয়ে অস্ত্র তুলে ছবি তোলেন। ছবিটি তার সঙ্গে থাকা কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে দিলে সেটি ভাইরাল হয়ে যায়। অস্ত্র হাতে ছবি থাকলেই তিনি ভাঙচুর বা অস্ত্র লুট করেছেন বিষয়টি এমন না–ও হতে পারে।

মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্যসচিব তাহসিন জামান রোমেল এ বিষয়ে জানান, ৫ আগস্ট তিনি ছাত্র-জনতার সঙ্গে মিছিলে অংশ নিয়েছিলেন। মিছিল যখন ঢাকার ভাটারা থানার সামনে আসে তখন তিনি দেখেন বিক্ষুব্ধরা থানা ভাঙচুর ও নাশকতা করছে। সে সময় রাস্তায় পুলিশের কয়েকটি অস্ত্র পড়ে থাকতে দেখেন। ভাটারা থানার সামনে অবস্থান করা সেনাবাহিনীর কাছে তিনি অস্ত্র জমা দেন। তার হাতে থাকা অস্ত্রটির ছবি কে বা কারা তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন তিনি জানেন না। তবে তিনি কোনো নাশকতা করেননি। তার কাছে এখন কোনো অস্ত্র নেই বলে জানান রোমেল।

মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলাল বলেন, বিষয়টি আমরা শুনেছি। তবে এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। এ বিষয়ে কেন্দ্র আইনানুগ ব্যবস্থা নেবে।

জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান তুষার বলেন, আমরা রোমেলের হাতে অস্ত্র থাকা ছবিটি দেখেছি। জেলা ও উপজেলা যুবদলে সন্ত্রাস ও নাশকতাকারী ব্যক্তির জায়গা নেই। এ বিষয়ে কেন্দ্রীয় যুবদল সিদ্ধান্ত নেবে।

আইএনবি/বিভূঁইয়া