Monday, December 16, 2019
Monday, December 16, 2019

অর্থনীতি

তুরস্ক আগ্রহী বাংলাদেশ থেকে গরুর মাংস নিতে

Friday, November 22, 2019

আইএনবি নিউজ: বাংলাদেশ থেকে গরুর মাংস আমদানির আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে বলেছেন, বাংলাদেশ গরু উৎপাদনে সফলতা অর্জন করেছে এবং গুনগত দিক থেকে যেকোন দেশের তুলনায় উৎকৃষ্ট মানের মাংস উৎপাদন করছে, এগুলোও রফতানি বাণিজ্যের আনতে পারে। এক্ষেত্রে বাংলাদেশকে তুরস্ক সহযোগিতা করবে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার( ২১ নভেম্বর) তুরস্কের আঙ্কারায় দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাদের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য সম্পর্কে আলোচনা হয়।

তুরস্ক ও বাংলাদেশের কুটনেতিক সম্পর্ক নিয়ে ফুয়াত ওকতে বলেন, দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমার একে অন্যের প্রতিযোগী না হয়ে ব্যবসা কিভাবে বাড়ানো যায় তা চিন্তা করতে হবে। বাংলাদেশ কৃষি খাত, এগ্রো প্রসেসিং, পাট ও পাটজাত দ্রব্য, ফ্রুট প্রসেসিং বিশেষ করে আম, লিচু, কাঠাল, আনারস প্রসেসিং এর মাধ্যমে বাণিজ্য বাড়াতে পারে। সেক্ষেত্রে তুরস্কও সহায়তা প্রদান করতে পারে।

গরুর মাংস রফতানির ক্ষেত্রে হালাল সার্টিফিকেশনের যে প্রয়োজনীয়তা সেক্ষেত্রে তুরস্ক বাংলাদেশকে সহায়তা করবে বলে জানিয়েছেন তিনি।

রোহিঙ্গা প্রসঙ্গে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট দেশটির পক্ষ থেকে ‘আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হবে’ বলে আশ্বস্ত করেন।

তুরস্ক ভাইস প্রেসিডেন্ট এ বিষয়টি নিয়ে বিশেষভাবে প্রেসিডেন্টের সাথে আলোচনা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

আইএনবি/বিভূঁইয়া