ঢাকায় ইনগ্রেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল এর উদ্যোগে ইফতার বিতরণ।

নিজস্ব রিপোর্টার: রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অসহায় ও পথচারী রোজাদারের মাঝে ইফতার বিতরণ করেছে ” ইনগ্রেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল”।

সংগঠনের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদের নেতৃত্বে সোমবার (২৫ এপ্রিল )বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ” ইনগ্রেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল” এর উদ্দ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

ব্যারিস্টার জাকির আহাম্মদ বলেন, রমজান মানে সিয়াম সাধনা করা। আমাদের সমাজে যারা বিত্তবানরা রয়েছে তারাও যেনো এমন মহতী উদ্যোগে এগিয়ে আসে।তাহলে গরিব দুস্থ মানুষগুলো অনেকটা স্বস্তি পাবে।

ব্যারিস্টার জাকির আহাম্মদ, ” ইনগ্রেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল” এর এই মহতি উদ্দ্যোগের ভূয়সী প্রশংসা করে সংগঠনের মঙ্গল কামনা করে বলেন, রমজহান মাসে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর সন্তুস্টি অর্জনের লক্ষে রোজদারদেরকে ইফতার ও সাহরী খাওয়ানো অনেক সওয়াবের কাজ। আমি আশা করবো এর ধারাবাহিকতা ঈদের পূর্ব পর্যন্ত যেনো বজায় থাকে।


এসময় উপস্থিত ছিলেন মোঃ আমীর হোসাইন, মোঃ মনিরুল ইসলাম বখসি, মোঃ জিয়াউদ্দিন খান, মোঃ মাসুমুর রহমান, মোঃ আব্দুল সালাম, মোঃ কবির হোসাইন, মোঃ বাহাদুর খালিদ, মোঃ জাকির হোসেন খান, মোঃ আঃ রব, মোঃ ওয়াহিদুল ইসলাম শাহীন, মোঃ নাসির উদ্দীন, মোঃ মোকাররম হোসেন, মোঃ সরমুল ইসলাম প্রমূখ।

 

আইএনবি/বিভূঁইয়া