আইএনবি ডেস্ক:গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বলে ডিবি জানিয়েছে। গ্রেফতারের পর তাকে পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে নেওয়া হচ্ছে।
সোমবার (১ অক্টোবর) দিবাগত রাতে তাকে ধানমণ্ডি থেকে গ্রেফতার করা হয়েছে। গিনিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, গাইবান্ধা-২ (সদর) এর সাবেক সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেফতার করেছে ডিবি। আজ মধ্যরাতে তাকে ধানমণ্ডি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া