জমি দখলে নিতে বাবাকে ‌অন্যত্র বিয়ে দিলেন বড় ছেলে!

ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামে বিরোধের জেরে জমি দখলে নিতে বাবা রফিকুল ইসলামকে (৭৫) অন্য নারীর সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার বড় ছেলে রকিবুল হাসান রিয়াজের বিরুদ্ধে।

এদিকে এ ঘটনায় বাধা দেওয়ায় স্ত্রী শামসুন নাহার ও ছোট ছেলে সৌদি প্রবাসীফেরত শারীরিক প্রতিবন্ধী রাকিব হোসেনকে বেধড়ক মারধর করেন বাবা ও বড় ছেলে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।

আহত রাকিব গতকাল রোববার সাংবাদিকদের বলেন, ‌‘হাসপাতালে মাকে রেখে ফেরার পথে রাতে শমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মুখোশধারী দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে তার হাত-পা বেঁধে বস্তাবন্দী করে হামলা করে। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন।’

হাসপাতালে চিকিৎসাধীন রাকিবের মা বলেন, ‘জমিজমা নিয়ে বড় ভাইয়ের সঙ্গে রাকিবের বিরোধ রয়েছে। মূলত রাকিবের জমি দখলে নিতে আমার বড় ছেলে তার বাবাকে অন্য নারীর সঙ্গে বিয়ে দেয়। এরপর আমার ছোট ছেলেকে সন্ত্রাসী দিয়ে হামলা করে। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন খাসকেল বলেন, ‘৯৯৯ কল পেয়ে রাকিবকে উদ্ধার করি। এ ঘটনায় রাকিবের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তার স্বামীকে আটক করে জেলহাজতে প্রেরণ করেন।’

 

আইএনবি/বিভূঁইয়া