চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন ১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে সভাপতিত্ব করছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও বিএনপির সহ-সাংঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।

অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ। দিনের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

 

আইএনবি/বিভূঁইয়া