চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাত ৮টার দিকে জেলার কলকলিয়া গ্রামের বিয়েন বাজার এলাকা থেকে মো. মানারুল ইসলাম (২৭) নামে এক যুবককে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে। তিনি শিবগঞ্জ উপজেলার ছোট হাদিনগর কামারটোলা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। এ সময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. ওমর আলীর নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালায়।
আজ বুধবার সকালে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী গণমাধ্যমকে এই তথ্য জানিয়ে বলেন, এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া