চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, খড়গপুর গ্রামের নুরুর বাড়ির পেছনে স্থানীয়রা এক শিশুর বস্তাবন্দী লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও বলেন, গত ৩ ফেব্রুয়ারি এই গ্রাম থেকে আতিকা (৭) নামের এক শিশু নিখোঁজ হয়। এটি সেই শিশুর লাশ কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ গলিত হওয়ার কারণে শনাক্ত করা সম্ভব হয়নি।
আইএনবি / বিভূঁইয়া