চাঁদপুরে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের একটি ৪ তলা ভবন থেকে সোমবার (১৩ জানুয়ারি) রাত আড়াইটায় বিটি রোডের রাশিদা হোটেলের পশ্চিম পাশের সোহাগ ভিলা থেকে মো. শাহাদাত মিজি (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

শাহাদাত শহরের ১৫নং ওয়ার্ড চক্ষু হাসপাতাল সংলগ্ন আব্দুল কাদের মিজি বাড়ির মৃত মতিনের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন।

সোহাগ ভিলার ভাড়াটিয়া বাসিন্দা মো. ইব্রাহীম খলিল জানান, সোমবার সন্ধ্যার আগে শাহাদাত ও তার বন্ধু সোহাগ, ওসমান গণি হেলাল এই বাড়িতে আসেন। রাতে সোহাগ ও ওসমান গণি হেলাল এক রুমে থাকেন এবং শাহাদাত পাশের অন্য রুমে থাকেন। মধ্যরাতে মেঝেতে শাহাদাতের মরদেহ পড়ে থাকতে দেখেন সোহাগ ও ওসমান গণি হেলাল। রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন জানান, মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া