চাঁদপুরে ট্রাকচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি: রাতের আঁধারে চাঁদপুর-কুমিল্লা সড়কে ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয় ও মানসিক ভারসাম্যহীন নারী নিহত হয়েছেন।

ওই সড়কের কুমারডুগী-জাফরবাড়ি এলাকার মধ্যবর্তী স্থানে সোমবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের সদর উপজেলার কুমারডুগী-জাফরবাড়ি এলাকার মধ্যবর্তী স্থানে সড়কের পাশ দিয়ে পশ্চিম দিকে হেঁটে যাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয়ের ওই নারী। এসময় সামনের দিক থেকে আসা ট্রাকচাপা দিয়ে চলে যায়।

এদিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এএসআই) কফিল উদ্দিন ও পুলিশ সদস্যরা রাত সাড়ে ১০টায় ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।

 

আইএনবি/বিভূঁইয়া