গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীতে ওএমএসের আটা কালোবাজারে বিক্রির দায়ে তিনজনকে গ্রেপ্তারের চার দিনের মাথায় এবার মহানগরীর চতর বাজার এলাকায় অভিযান চালিয়ে ওএমএসের ৩২০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর শিমুমতলী এলাকার সাইফুল ইসলাম স্বপন (৩৭) ও কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানা এলাকার আফজাল হোসেন (২৪)।
পুলিশ জানায়, সোমবার (১৪ নভেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশ গোপন মাধ্যমে সংবাদ পেয়ে ওই চাল জব্দ করে। এ ঘটনায় জড়িত চত্বর বাজারের বিশ্বাস স্টোরের মালিক ও কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মো. জিয়াউল হাসান জানান, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায়ও সরকার নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করছে। কিন্তু একটি অসাধু চক্র ওই চাল বেশি দরে কালোবাজারে বিক্রি করছে। রাতে খবর পেয়ে তাদের থেকে ওএমএসের ৩২০ বস্তা চাল জব্দ এবং ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনবি/বিভূঁইয়া