চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় একটি বাড়িতে ডাকাত দল হানা দিয়ে নগদ টাকাসহ-স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে । এ সময় বাধা দেওয়ায় দুইজনকে ছুরিকাঘাত করে ডাকাতরা।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌরসদরের শেখপাড়া এলাকায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শেখ সালাউদ্দিনের বাড়িতে ডাকাত দল হানা দেয়।
সাংবাদিক শেখ সালাউদ্দিন বলেন, ঘটনার সময় আমি কক্সবাজার ছিলাম।
১০-১২ জন মুখোশ পড়া অস্ত্রধারী ডাকাত পরিবারের সবাইকে দড়ি দিয়ে বেঁধে সবকিছু লুট করে নিয়ে গেছে। এ সময় বাধা দেওয়ায় আমার মেয়ের জামাই ও তার ভাইকে ছুরিকাঘাত করে ডাকাতরা। আমার এক ভাইয়ের পরিবার হজে গেছেন তার কি লুট হয়েছে জানি না। আমাদের নগদ এক লাখ ২০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণ লুট হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইএনবি/বিভূঁইয়া