গণভবনকে জাদুঘরের পাশাপাশি আবাসন প্রকল্প করে শহীদ পরিবারকে দেয়ার দাবি:আন্দালিব রহমান পার্থ

আইএনবি ডেস্ক: বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ দাবি জানিয়েছেন গণভবনকে জাদুঘরের পাশাপাশি আবাসন প্রকল্প করে শহীদদের পরিবারকে দেয়ার । সোমবার সকালে এক ফেসবুক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে আবাসন প্রকল্পের মাধ্যমে পুনর্বাসন করার দাবি জানান আন্দালিব রহমান পার্থ।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, গণভবন যেহেতু ১৫ একর বিশাল জায়গা নিয়ে বিস্তৃত, সেহেতু গণভবনকে জাদুঘরের পাশাপাশি যদি আবাসন প্রকল্প করে শহীদদের পরিবারকে দেওয়া হয় আর আহতদের কিংবা গুরুতর আহতদের সুচিকিৎসার পাশাপাশি যদি যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেওয়া যায় তাহলে আমার ধারণা উনাদের উপকার হতো। ইতিহাস বলে-যারা আত্মত্যাগ করে তাদের আমরা স্মরণ করি, কিন্তু মূল্যায়ন করার জায়গায় মনোযোগী হই না।

ইমোশন ভালো, তবে ইমোশনের সাথে পুনর্বাসন বেশি ভালো…

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর ছাত্র জনতা প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন দখলে নেয়। ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

আইএনবি/বিভূঁইয়া